ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা শেষ হলো স্মিথ-ওয়ার্নারের

প্রকাশিত: ১১:৫০, ৩০ মার্চ ২০১৯

  নিষেধাজ্ঞা শেষ হলো স্মিথ-ওয়ার্নারের

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের কারণে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা শুক্রবারই শেষ হয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। আজ থেকে তারা পুরোপুরি মুক্ত। খেলতে পারবেন আন্তর্জাতিকসহ ঘরোয়া যে কোন ধরনের ক্রিকেটে। তবে এখনই অস্ট্রেলিয়া দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাচ্ছেন না দুই তারকা। অস্ট্রেলিয়া এখন আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজ খেলছে। এই সিরিজে দুই ক্রিকেটার সুযোগ পাননি। তবে দলের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য দু’জনকেই দুবাই যেতে বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আইপিএল খেলতে ভারতে উড়ে যাওয়ার আগে সেখানে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দেখা করেছেন তারা। জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন। আইপিএলই স্মিথ এবং ওয়ার্নারের জন্য বিশ্বকাপে প্রস্তুতির মঞ্চ। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। দুবাইয়ে দুই ক্রিকেটারকে দেখে বর্তমান একদিনের অধিনায়ক এ্যারন ফিঞ্চ বলেছিলেন, ‘?স্মিথ এবং ওয়ার্নারকে দেখে মনে হলো দু’?জনই চাপে রয়েছে।’? গত বছর মার্চে কেপটাউনে বল বিকৃতি কাে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল স্মিথ এবং ওয়ার্নারকে। তাদের সঙ্গে এই কান্ডে আট মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফটও। গেল মাসের ডিসেম্বরে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বিগব্যাশ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ এবং ব্যাটসম্যান ওয়ার্নারের এই সাজা ভোগ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (সিএ) প্রধান কেভিন রবার্টস বলেছেন, তারা কৃতকর্মের ‘খেসারত গুণে শাস্তি ভোগ করেছে।’
×