ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে পিসকোভা-বার্টি

প্রকাশিত: ১১:৫০, ৩০ মার্চ ২০১৯

 ফাইনালে পিসকোভা-বার্টি

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন এ্যাশলে বার্টি ও ক্যারোলিনা পিসকোভা। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করলেন তারা। শুক্রবার সেমিফাইনালে এ্যাশলে বার্টি ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভেইটকে। দিনের আরেক সেমিতে ক্যারোলিনা পিসকোভা ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে। মিয়ামি ওপেনের ফাইনাল জিতলেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানি ছিল সিমোনা হ্যালেপের। কিন্তু দুর্ভাগ্য রোমানিয়ান তারকার। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন তিনি। এর ফলে শীর্ষস্থান ফিরে পাওয়া হলো না সিমোনা হ্যালেপের। ক্যারোলিনা পিসকোভার কাছে হেরেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় তার। তবে বৃষ্টির কারণে অনেকটা সময় অপেক্ষা করতে হয় চেক তারকাকে। এ প্রসঙ্গে ম্যাচের শেষে ক্যারোলিনা পিসকোভা বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করাটা মোটেও সহজ ছিল না। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম।’ মিয়ামি ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে এ্যাশলে বার্টির মুখোমুখি হবেন আজ ক্যারোলিনা পিসকোভা। অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাবান খেলোয়াড় বার্টি। এ বছরের শুরু থেকেই তারকা খেলোয়াড়দের বিপক্ষে দুর্দান্ত খেলছেন তিনি। তবে বড় চমকটা উপহার দিলেন মিয়ামি ওপেনে। কেননা এটাই যে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ফাইনাল। তবে সেমিফাইনালের ম্যাচটা সহজ ছিল না মোটেও। বৃষ্টির কারণে ম্যাচটা হয়েছে থেমে থেমে। দীর্ঘ অপেক্ষা করে জয় পাওয়াটা যেন এ্যাশলে বার্টির জন্য অতিরিক্ত আনন্দের। এ বিষয়ে ম্যাচের শেষে ২২ বছরের তরুণী বলেন, ‘এটা ছিল খুব দীর্ঘ একটা দিন। জানতাম ম্যাচের জন্য অপেক্ষা করতে হতে পারে। তবে এটাই আমাকে কফি এবং গলফ দেখার সুযোগ করে দিয়েছে।’ এই টুর্নামেন্টে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের প্রায় সব শীর্ষ তারকাই অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে নাওমি ওসাকা, সিমোনা হ্যালেপ, ক্যারোলিনা পিসকোভা, এ্যাঞ্জেলিক কারবার, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং পেত্রা কেভিতোভা অন্যতম। কিন্তু সব রথী মহারথীদের থামিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছেন ক্যারোলিনা পিসকোভা আর এ্যাশলে বার্টি। রোমানিয়ার সিমোনা হ্যালেপের মতো এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করতে পারলে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা দখল করার সুযোগ ছিল পেত্রা কেভিতোভারও। কিন্তু পারলেন না চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়। যে কারণে হতাশা নিয়েই কোর্ট ছাড়তে হয়েছে দুইবারের উইম্বলডন জয়ী এই তারকা খেলোয়াড়কে। এদিকে কোয়ার্টার ফাইনালে সহজ জয় দিয়ে মিয়ামি ওপেন টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠলো চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে ৬-০, ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় ডেনিস শাপোভালোভ। ২০১৭ সালে সর্বশেষ মিয়ামির শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। এবার চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মিশন শুরু করেছেন তিনি। লক্ষ্যের পথেই রয়েছেন ফেদেরার। সপ্তমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন ফেদেরার। এবারও সেমির ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ফেদেরার। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘শিরোপায় চোখ রেখে এবার যাত্রা শুরু করি। আত্মবিশ্বাস আছে আবারও শিরোপা জিততে পারব। তবে সামনের চ্যালেঞ্জগুলো কঠিন হবে এবং আমাকে পরিশ্রম করতে হবে।’ বিশতম বাছাই কানাডার ডেনিস শাপোভালোভ ৬-৭ (৫/৭), ৬-৪ ও ৬-২ গেমে ২৮তম বাছাই ফ্রান্সিস তিয়াফোকে পরাজিত করে সেমিতে নাম লেখান। আসল পরীক্ষাটা তার ফেদেরারের বিপক্ষেই দিতে হবে।
×