ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন, প্রাইজমানি সাড়ে তিন লাখ ডলার, লোগো উন্মোচনে উপস্থিত ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত

এপ্রিলে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ১১:৪৯, ৩০ মার্চ ২০১৯

 এপ্রিলে বর্ণাঢ্য আয়োজন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুরের সহযোগিতায় আগামী ৩-৬ এপ্রিল ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক পেশাদার টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এশিয়ান ট্যুর বর্তমান গলফ বিশ্বের তৃতীয় বৃহত্তম আসর। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে এশিয়ার খ্যাতিমান পেশাদার গলফাররা অংশ নিয়ে থাকেন। নিঃসন্দেহে এই আয়োজন ক্রীড়াবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। এই আসরে ২২ দেশের সেরা পেশাদার গলফাররা অংশ নেবেন। এছাড়া অফিসিয়াল, রেফারি, সংগঠক, টেলিভিশন সম্প্রচারের টেকনিশিয়ান এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ জনের বেশি বিদেশী ব্যক্তিও বাংলাদেশে আসবেন। তারা সবাই ১০ দিন বাংলাদেশে অবস্থান করবেন। টুর্নামেন্টের প্রাইজমানি সাড়ে তিন লাখ ডলার। এ উপলক্ষে বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়। সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার, রন হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ, বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম-সচিব ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), টুর্নামেন্টের ব্র্যান্ডিং ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ফরিদুদ্দিন খান রুমী, ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত, বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর লেঃ কর্নেল আবদুল বারি (অব.), গলফ ফেডারেশন ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অন্যান্য কর্মকর্তা, এশিয়ান ট্যুরের কর্মকর্তা প্রমুখ। এছাড়া প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার সাঈদ সিদ্দিকী, মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী এবং টুর্নামেন্ট সাপোর্ট ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.)। এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুবাদে বাংলাদেশের ৪০ উদীয়মান পেশাদার গলফার এবং ৬ এ্যামেচার গলফার সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছেন।
×