ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যানসিটি অন্য দলের চেয়ে শক্তিশালী ॥ ডানে

প্রকাশিত: ১১:৪৮, ৩০ মার্চ ২০১৯

  ম্যানসিটি অন্য দলের চেয়ে শক্তিশালী ॥ ডানে

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দারুণ অবস্থানে আছে লিভারপুল আর ম্যানচেস্টার সিটি। শিরোপা লড়াইয়ে বেশ হাড্ডাহাড্ডি অবস্থানে দু’দল। এই মুহূর্তে ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তাদের। বাকিরা বেশ পিছিয়ে। শেষ পর্যন্ত শিরোপাটা লিভারপুল কিংবা ম্যানসিটির ঘরে ওঠা প্রায় নিশ্চিত। কিন্তু সাবেক ম্যানসিটি অধিনায়ক রিচার্ড ডানে আশা করছেন তার ক্লাবই চ্যাম্পিয়ন হবে। কারণ তিনি দাবি করলেন এই মুহূর্তে পেপ গার্ডিওলার দল অনেক বেশি শক্তিশালী অন্য দলগুলোর চেয়ে। সে জন্য করণীয় কাজগুলো সম্পর্কেও পরামর্শ দিয়েছেন তিনি। লিভারপুল আর ম্যানসিটি যখন শীর্ষস্থান নিয়ে লড়াই করছে তখন অন্যরা তাদের ছোঁয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিক থেকে তিন নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারেরই সুযোগ আছে, যদি তারা লীগের বাকি ৮ ম্যাচ জিততে পারে এবং ম্যানসিটি বা লিভারপুল আর জয় না পায়। কিন্তু চলমান লীগে দু’দলের যে নৈপুণ্য তাতে করে তা একেবারেই অসম্ভব। কারণ টটেনহ্যামের পয়েন্ট ৩০ ম্যাচে ৬১। লিভারপুল বাকি থাকা ৭ ম্যাচে আর ১০ পয়েন্ট এবং ম্যানসিটি ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গেলেই কোন দলই তাদের ছুঁতে পারবে না। সেক্ষেত্রেও টটেনহ্যাম কিংবা ৬০ পয়েন্ট পাওয়া আর্সেনালকে কোন পয়েন্ট হারানো চলবে না। অর্থাৎ এবার প্রিমিয়ার লীগের শিরোপাটা ম্যানসিটি কিংবা লিভারপুলের ঘরেই যাচ্ছে সেটি দিব্যচোখে দেখছেন অনেকেই। কিন্তু ম্যানসিটির সাবেক অধিনায়ক হিসেবে ডানে আশা করছেন তার পুরনো ক্লাবই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে। কিন্তু সে জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই হবে বলেই মনে করছেন তিনি।
×