ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে আইইবির কমিটি

প্রকাশিত: ১০:৪০, ৩০ মার্চ ২০১৯

অগ্নিকান্ডের কারণ  অনুসন্ধানে আইইবির  কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় যথাযথ কারণ অনুসন্ধানের জন্য আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদাকে আহ্বায়ক এবং আইইবির সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশারকে সদস্য সচিব করে শুক্রবার এ কমিটি গঠন করা হয়। আইইবির জনসংযোগ কর্মকর্তা এ কে এম ইমরান হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘অগ্নিকান্ডের যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশমালা প্রণয়ন’ সংক্রান্ত এ কমিটি গঠনের কথা। কমিটির অন্য সদস্যরা হলেন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী হামিদুল হক, প্রফেসর ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নুর, আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান, আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুর রশিদ সরকার, আইইবির তড়িৎকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত এবং কেমিক্যাল কৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত খাঁন।
×