ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানি সঙ্কটে বলধা গার্ডেন, গাছপালার কী হবে?

প্রকাশিত: ০৯:৫৬, ৩০ মার্চ ২০১৯

 পানি সঙ্কটে বলধা  গার্ডেন, গাছপালার  কী হবে?

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ওয়ারী এলাকায় ১ দশমিক ৩৭ হেক্টর জায়গাজুড়ে বলধা গার্ডেন। গত তিন মাসের বেশি সময় ধরে এ উদ্যানে পানি সরবরাহ করতে পারছে না ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)। ফলে পানি সঙ্কটে ঝুঁকিতে এ উদ্যানের ৮০০ প্রজাতির প্রায় ১৮ হাজার উদ্ভিদ। পানির পাম্প পুরোনো হওয়ায় এবং দীর্ঘদিন ধরে এক জায়গা থেকে পানি তোলার কারণে এ সঙ্কট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ওয়াসা। তবে এ সঙ্কটের জন্য ওয়াসাকেই দুষছে বলধা গার্ডেন কর্তৃপক্ষ। জানা গেছে, বলধা গার্ডেনের ভেতরে পানির পাম্প স্থাপনের জন্য প্রায় ১২শ’ স্কয়ার ফিট জায়গা দেয়া হয় ঢাকা ওয়াসাকে। ১৯৮১ সালের ৯ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে শর্ত ছিল, ওয়াসা প্রতিদিন ১০ হাজার গ্যালন পানি দেবে গার্ডেনে। আর সে পানিই দেয়া হয় গার্ডেনে থাকা গাছপালায়। সূত্র জানায়, গত তিন মাসের বেশি সময় ধরে বলধা গার্ডেনে পানি সরবরাহ বন্ধ করে ওয়াসা। এতে গাছপালায় পানি দেয়া নিয়ে বিপত্তির মধ্যে পড়ে গার্ডেন কর্তৃপক্ষ। পানি সরবরাহ চালু রাখতে দু’দফায় চিঠি দিয়েও সমাধান হয়নি বলে জানায় গার্ডেন কর্তৃপক্ষ। ২০১৮ সালের ৮ অক্টোবর ও ৫ ডিসেম্বর পানি সরবরাহ চালু রাখার জন্য ওয়াসায় ঠিঠি দেন গার্ডেনের পরিচালক। তবে সে চিঠির কোন জবাব দেয়নি ওয়াসা। এ প্রসঙ্গে বলধা গার্ডেনের পরিচালক মোল্যা রেজাউল করিম বলেন, ওয়াসার সঙ্গে আমাদের চুক্তি ছিল তারা প্রতিদিন ১০ হাজার গ্যালন পানি দেবে। কিন্তু গত তিন মাসের বেশি সময় ধরে তারা পানি দিচ্ছে না। বিরল প্রজাতিসহ নানা জাতের উদ্ভিদ গার্ডেনে আছে। তবে অনেক গাছ এখন শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। আর শীতকাল হওয়ায় সঙ্কট আরও বেশি হয়েছে। তিনি বলেন, আমরা একাধিকবার চিঠি দিয়েছি। টেলিফোনে যোগাযোগ করেছি। কিন্তু ওয়াসার কোন সাড়া পাইনি। পানির পাম্প পুরোনো হওয়ায় এবং দীর্ঘদিন ধরে এক জায়গা থেকে পানি তোলার কারণে এ সঙ্কট সৃষ্টি হয়েছে বলে জানান ঢাকা ওয়াসার মডস জোন-১ এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ শিহাবুর রহমান। তিনি বলেন, এ পাম্প থেকে আগে প্রতি ঘণ্টায় ৩ হাজার লিটার পানি তোলা সম্ভব হতো। কিন্তু এখন ৬০০ লিটারের বেশি পানি তোলা যাচ্ছে না। এ কারণে এ সঙ্কট সৃষ্টি হয়েছে। শিহাবুর রহমান আরও বলেন, পুরাতন পাম্পটি সরিয়ে নতুন পাম্প বসাতে পারলে এ সঙ্কট সমাধান করা সম্ভব। নতুন পাম্প বসাতে হলে যন্ত্রপাতি ও পাম্প স্থাপনের কাজের জন্য জায়গা প্রয়োজন, কিন্তু বলধা গার্ডেন কর্তৃপক্ষ সেটি দিচ্ছে না। আমরা তাদের চিঠি দিয়ে জানিয়েছি, পাম্প স্থাপন কাজের জন্য বর্তমান জায়গার পাশে অতিরিক্ত জায়গা সাময়িকভাবে বরাদ্দ দিতে। পাম্প স্থাপন কাজ শেষ হলে জায়গা ছেড়ে দেব। কিন্তু এখনও আমরা সে বিষয়ে কোন সমাধান পাইনি। প্রসঙ্গত, ১৯০৯ বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বলধা গার্ডেনের সূচনা করেন। ১৯০৯ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ৫০টি দেশের ফুল ও অন্যান্য উদ্ভিদ এনে এ গার্ডেনটিতে রোপণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ উদ্যানের জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ‘ক্যামেলিয়া’ কবিতাটি লিখেছিলেন।
×