ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে দুই বাংলার নাট্যোৎসব

প্রকাশিত: ০৯:৪২, ৩০ মার্চ ২০১৯

  কুড়িগ্রামে দুই বাংলার নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে ৫ দিনব্যাপী দুই বাংলার নাট্যেৎসবের আয়োজন করেছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ। সুস্থ বিনোদনের প্রায় সঙ্কুুচিত হয়ে আসছে ক্রমশ তবু আমাদের মধ্যবিত্ত যাপিত জীবনের বিশেষ বিশেষ দিনের সঙ্গে জড়িয়ে আছে নাটক-মঞ্চ নাটক। আকাশনির্ভর বিনোদনের এই গুগুল যুগে মঞ্চ নাটক আয়োজনের হার হয়ত কমে এসেছে তবে শেষ হয়ে যায়নি সবটুকু। কারণ মঞ্চ নাটকেই কেবল খুঁজে পাওয়া যায় অম্লমধুর হাসি-কান্না জীবন সংগ্রামের উপস্থাপন। মঞ্চ নাটক তাই অনেক কাছের। অনেক আপন মনে হয় আমাদের। ২৭ মার্চ থেকে প্রচ্ছ কুড়িগ্রামের আয়োজনে পাঁচ দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব-২০১৯। দুই বাংলার নাট্যোৎসব উপলক্ষে বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হল চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পৌর টাউন হলে মিলিত হয়। বাংলাদেশ ও ভারতের ৫টি নাট্যদল ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কুড়িগ্রাম পৌর টাউন হলে নাটক পরিবেশন করবে। এ উৎসবে বাংলাদেশের রংপুর নাট্যকেন্দ্র, প্রচ্ছদ কুড়িগ্রাম ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা এবং ভারতের মিউনাস কলকাতা ও সৃজনসেনা শিলিগুড়ি নাট্যদল অংশ নিচ্ছে। ২৭ মার্চ কুড়িগ্রাম পৌর টাউন হলে সন্ধা ৭টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য রাজ্জাক মুরাদ প্রমুখ। এদিন লিটু সরকারের নির্দেশনায় ‘কানাই চাঁদের নন্দিনী’ নাটক পরিবেশন করে রংপুর নাট্যকেন্দ্র, ২৮ মার্চ বিপ্লব সরকারের নির্দেশনায় ‘নামানুষ’ নাটক পরিবেশন করে প্রচ্ছদ কুড়িগ্রাম, ২৯ মার্চ উৎসব দাসের রচনা ও নির্দেশনায় ‘দূষণ’ নাটক পরিবেশন করে মিউনাস কলকাতা ভারত। আজ ৩০ মার্চ খোরশেদুল আলমের নির্দেশনায় সৈয়দ শামসুল হক রচিত ‘চম্পাবতী’ নাটক পরিবেশন করবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা এবং পার্থপ্রতিম মিত্রের রচনা ও নির্দেশনায় ম্যানিকুইন ও একুশে অঞ্জলি নাটক পরিবেশন করবে সৃজনসেনা শিলিগুড়ি ভারত। এ প্রসঙ্গে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের সভাপতি জুলকারনাইন স্বপন জানান, দুই বাংলার নাট্যোৎসব কুড়িগ্রামে এই প্রথম। আমাদের দুই বাংলার ভাষা সংস্কৃতি একই। এই উৎসব করতে যাদের অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়ন হয়েছে তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, স্যাটালাইটের এই যুগে নতুন প্রজন্ম যেন মঞ্চ নাটক সম্পর্কে আরও ধারণা হয় তাই এ প্রচেষ্টা। তিনি সকলকে মঞ্চ নাটক দেখার আহ্বান জানান।
×