ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী দায়িত্ব পালনে গুয়েইদোর ওপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯:২১, ৩০ মার্চ ২০১৯

 সরকারী দায়িত্ব পালনে গুয়েইদোর ওপর নিষেধাজ্ঞা

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়েইদোর ব্যক্তিগত আর্থিক বিবরণীতে অসঙ্গতি পাওয়ায় ১৫ বছরের জন্য সরকারী দায়িত্ব পালনে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার দেশটির প্রধান হিসাব নিয়ন্ত্রক এলভিস আমোরোসো এ শাস্তির কথা ঘোষণা করেন। খবর বিবিসি। আর্থিক বিবরণীতে অসঙ্গতির জন্য ভেনিজুয়েলায় এ সাজাই সর্বোচ্চ। বিরোধী নিয়ন্ত্রিত ন্যাশনাল এ্যাসেম্বলির প্রধান গুয়েইদো জানুয়ারিতে নিজেকে লাতিন আমেরিকার দেশটির ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’ ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রসহ অর্ধশতাধিক দেশ গুয়েইদোকে ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিরোধী দলীয় নেতার ওপর এ সাজা অবশ্য এখনই কোন প্রভাব ফেলছে না। ন্যাশনাল এ্যাসেম্বলির বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোন নির্বাচনে দাঁড়াতে গেলে তার ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
×