ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিষ্টি খেয়ে টাকা না দেয়া সেই ওসি প্রত্যাহার

প্রকাশিত: ০৯:১৬, ৩০ মার্চ ২০১৯

  মিষ্টি খেয়ে টাকা না দেয়া সেই ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দোকান থেকে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে উৎকোচ আদায়ের অভিযোগে জেলার একমাত্র নদীবেষ্টিত দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম তাকে (ওসি) মেহেন্দিগঞ্জ থানা থেকে গত ২৭ মার্চ প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত ওসি শাহিন খান মেহেন্দিগঞ্জ থানার দায়িত্বভার ছাড়েননি। এ ব্যাপারে ওসি শাহিন খান বলেন, জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার কোন আদেশের কপি তার হাতে এসে পৌঁছেনি। সেজন্য তিনি মেহেন্দিগঞ্জ থানার ওসি’র দায়িত্বভার ছাড়েননি। সূত্রমতে, দোকান থেকে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে উল্টো ব্যবসায়ীকে থানায় আটক করে উৎকোচ আদায়সহ মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের বিস্তর অভিযোগের ভিত্তিতে ওসি শাহিন খানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।
×