ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে জখমের প্রতিবাদে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৯:১৫, ৩০ মার্চ ২০১৯

  সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে  জখমের প্রতিবাদে   পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আওয়ামী লীগ নেতা ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিনসহ আটজনকে পিটিয়ে জখম, ঘরবাাড়ি ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে শেখ রিয়াজউদ্দিন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনের নামে এ অভিযোগ দায়ের করেন। এদিকে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। শুক্রবার কালীগঞ্জ থেকে শ্যামনগর ও সাতক্ষীরাগামী কোন বাস চলাচল করেনি। আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা সদরের ফুলতলা মোড়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নেতাকর্মীদের ওপর সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। সংবাদ সম্মেলনে ঘোড়া প্রতীকে বিজয়ী সাঈদ মেহেদীর বিরুদ্ধে নাশকতা মামলার আসামি জামায়াত, শিবির ও বিএনপির কর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা, দলীয় অফিস ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।
×