ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একক চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৯:১৪, ৩০ মার্চ ২০১৯

 একক চিত্র প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ মার্চ ॥ ফরিদপুরে ‘প্রকৃতি পরমা..কেবলি দৃশ্যের জন্ম হয়’-প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার থেকে শুরু হচ্ছে চিত্রশিল্পী সুমন মিয়ার তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রদর্শনীর উদ্ধোধন করবেন প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের প্রধান সাজেদুল ইসলাম। বক্তব্য রাখবেন বিশিষ্ট নাট্য গবেষক বিপ্লব বালা, শিশু সংগঠন ফুলকির সাধারণ সম্পাদক সিরাজুল আজম প্রমুখ। সুমন মিয়া (৩৯) শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। ঢাকার বুলবুল ললিত কলা একাডেমির মাধ্যমে তার চিত্রকলার সঙ্গে হাতেখড়ি। এ ছাড়া ফরিদপুর আর্ট ইনস্টিটিউটেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন।
×