ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ০৯:১৩, ৩০ মার্চ ২০১৯

 খাগড়াছড়িতে প্রতিপক্ষের  হামলায় ইউপি  সদস্য নিহত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সদরের নুনছড়িতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় কালো বন্ধু ত্রিপুরা নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরিবারের সদস্য ও সমর্থকদের নিয়ে মাইসছড়ি থেকে নুনছড়ির নিজ বাড়িতে ফেরার সময় থলিপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলায় চালায়। এতে ঘটনাস্থলে কালো বন্ধু ত্রিপুরা নিহত ও ৭ জন আহত হয়। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী উদায়ন ত্রিপুরা ও রূপা বালা ত্রিপুরা জানান, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার থেকে চাঁদের গাড়িতে করে কালো বন্ধু ত্রিপুরা পরিবারের সদস্য ও সমর্থকদের নিয়ে থলিপাড়ার বাড়িতে যাচ্ছিল। মাইসছড়ি-নুনছড়ি সড়কের থলিপাড়া মসজিদের আগে নিহার কান্তি ত্রিপুরা ও হেমন্ত ত্রিপুুরা ৩০-৪০ জনকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, নিহত ও আহতদের মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য প্রদীপ ত্রিপুরা ও যতন ত্রিপুরাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ¤্রে মারমা জানান, দীর্ঘদিন ধরে কালো বন্ধু ত্রিপুরা ও চিরঞ্জিত ত্রিপুরার মধ্যে ভূমি বিরোধ ছিল। দুই বছর আগে চিরঞ্জিত খুন হওয়ার পর থেকে এলাকা ছাড়া ছিল কালো বন্ধু ত্রিপুরাসহ তার স্বজন-সমর্থকরা। নড়াইল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম সিকদারকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম তারাশি গ্রামের মাজেদ সিকদারের ছেলে। এলাকাবাসী জানান, নড়াইলের তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার মোল্যা ও বরকত পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে আবারও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বরকত পক্ষের গোলাম সিকদারকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। লৌহজংয়ে আহত ১০ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজংয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির বেপারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় লৌহজং-টেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ ৪টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তপনের তালা মার্কার পক্ষে ভোট চাইতে লৌহজংয়ের চরাঞ্চলে যান লৌহজং-টেউটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ মামুন, শাহীন গং। একই জায়গায় জাকির ব্যাপারীর পক্ষে ভোট চাইতে যান ফারুক মাদবর ও তার ভাই শাহাবুদ্দিন মাদবর গং। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সময় তা সংঘর্ষে রূপ নেয়।
×