ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বারের নির্বাচন

রাজশাহী আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ০৯:১১, ৩০ মার্চ ২০১৯

 রাজশাহী  আওয়ামী লীগপন্থীদের  নিরঙ্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বার সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের ভরাডুবি হয়েছে। ঘোষিত ফলে আওয়ামী লীগ ও বাম সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। মোট ২১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ পদেই জয় পেয়েছে এই প্যানেল। শুধু সদস্য পদের একটিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গণনার পর গভীর রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ জাহাঙ্গীর আলম। ঘোষিত ফলে টানা তৃতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে লোকমান আলী ও একরামুল হক। বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী, সম্পাদক (হিসাব) আখতারুল আলম বাবু, সম্পাদক (লাইব্রেরী) মোহাম্মদ আলী, সম্পাদক (অডিট) হেলাল আহমেদ, সম্পাদক (প্রেস এ্যান্ড ইনফরমেশন) জালাল উদ্দীন ও সম্পাদক (ম্যাগাজিন এ্যান্ড কালচার) মমতাজ খানম। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ, সাদিকুল ইসলাম ও সুমা খাতুন। এই প্যানেল থেকে শুধুমাত্র সদস্য পদে গোলাম মাওলা পরাজিত হয়েছেন। এই একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মনোয়ারা বেগম বিজয়ী হয়েছেন।
×