ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাচারকালে ৪০ টিয়াপাখি উদ্ধার

প্রকাশিত: ০৯:১০, ৩০ মার্চ ২০১৯

 পাচারকালে ৪০ টিয়াপাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পাচারের সময় ৪০টি দেশী জাতের টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাস থেকে স্থানীয় বন বিভাগ এসব পাখি উদ্ধার করে। তবে, পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়। বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে দেশী জাতের টিয়াসহ ফাঁদ পেতে নানা জাতের পাখি আটক করে পাচার করে আসছে সংঘবদ্ধ পাচারকারী একটি চক্র। তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের হুলাসুজোত গ্রামের আব্দুল জব্বার এই চক্রের সদস্য বলে সূত্রটি জানায়। সূত্রমতে, দেশী জাতের ৪০টি টিয়া খাঁচায় ভর্তি করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
×