ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে ২১ মৎস্যজীবীর জরিমানা

প্রকাশিত: ০৯:১০, ৩০ মার্চ ২০১৯

 বরিশালে ২১ মৎস্যজীবীর  জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ ধরার অপরাধে ২১ মৎস্যজীবীকে জেল ও জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীতে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধকালীন সময়ে জাটকা ধরার সময় ২১ মৎস্যজীবীকে হাতেনাতে আটক করা হয়। আটক নুরু ইসলাম খান, আলম বেপারি, মোস্তফা, হাসান আলী শিকদার, মনির হাওলাদার, ইসাহাক বয়াতী প্রমুখ।
×