ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ০৯:০৯, ৩০ মার্চ ২০১৯

 আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ মহানগর আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে প্রবীণ নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় জরুরী সভা করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে। হামলা ও সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নগরীর ১৩নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে। সংঘর্ষে এক মুক্তিযোদ্ধাসহ উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করতে যান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের একটি গ্রুপ মেয়র ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক অপপ্রচার করে। এ নিয়ে ওই নেতাকর্মীদের সঙ্গে হুমায়ুন সিকদার ও তার সহযোগীদের বাগ্বিত-া একপর্যায় নেতৃবৃন্দের সামনে বসেই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। একই সময় ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবিরের সমর্থকরা অপর গ্রুপের পক্ষ নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লোকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার খান, আওয়ামী লীগ নেতা মনজুর এলাহী দুলাল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিনসহ ছয়জন আহত হয়।
×