ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় আদিবাসী পল্লীতে আগুন ও লুটপাটকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৯:০৯, ৩০ মার্চ ২০১৯

 নওগাঁয় আদিবাসী  পল্লীতে আগুন ও  লুটপাটকারীদের গ্রেফতার  দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ মার্চ ॥ শুক্রবার দুপুরে ধামইরহাট উপজেলার বস্তাবর কাগজকুটা গ্রামে সরেজমিন পরিদর্শন এবং আদিবাসী ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাটকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার, ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আদিবাসী পল্লীতে পুলিশ ফাঁড়ি স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বামগণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বামগণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবির জেলা সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজার সভাপতিত্বে এবং বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, বাসদের পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল টুডু, ধামইরহাট শাখার আহ্বায়ক দেবলাল টুডু প্রমুখ। বক্তারা জেলার ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, খাদ্যসামগ্রী ও পরিধেয় কাপড় সরবরাহ করার জন্য জোর দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্ষতিগ্রস্ত ভূমিহীন এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ মার্চ মধ্যরাতে ধামইরহাটে স্থানীয় আওয়ামী লীগ নেতা দাবিদার মোশারফ হোসেন মিষ্টারের নেতৃত্বে ভূমিহীন আদিবাসী ও মুসলিমদের ৪০টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়।
×