ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হুজুরের বেধড়ক পিটুনিতে শিশু শিক্ষার্থী জখম

প্রকাশিত: ০৯:০৮, ৩০ মার্চ ২০১৯

 হুজুরের বেধড়ক পিটুনিতে শিশু  শিক্ষার্থী জখম

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মাদ্রাসার ছোট হুজুরকে না বলে বাড়ি যাওয়ার অপরাধে ইয়াছিন হাওলাদার (১০) নামে শিশু শিক্ষার্থীকে হাত বেঁধে বেত দিয়ে বেধরক পিটুনি দিয়েছেন শিক্ষক সেলিম শেখ (৪৫)। বৃহস্পতিবার রাতে ফুলতলার মুক্তিশ্বরীর হযরত বুড়ো ফকিরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আহত শিশু ইয়াছিনকে রাত ১টায় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষুব্ধ হলেও ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বেত্রাঘাতে আহত শিশু ইয়াছিনের স্বজনরা জানায়, সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিওলধারা গ্রামের জনৈক ইদ্রিস হাওলাদারের ছেলে। স্থানীয় একটি প্রাইমারী স্কুলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী সে। গত মঙ্গলবার তাকে ফুলতলার এই মাদ্রাসায় এনে নজেরা শাখায় ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে বড় হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে সে পার্শ্ববর্তী খালা বাড়িতে যায়। সন্ধ্যার পর মাদ্রাসায় ফিরে আসলে ছোট হুজুর সেলিম শেখ তাকে রুমের ভেতর আটকিয়ে রেখে দুহাত বেঁধে জোড়া বেত দিয়ে বেধরক পিটাতে থাকে। এতে সে অসুস্থ হয়ে পড়ে।
×