ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১০ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ০৯:০৮, ৩০ মার্চ ২০১৯

  ১০ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের পানির লাইন ও ক্যান্টিন বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি ছাত্রীদের জোর করে হল থেকে বের করে দেয়া হয়েছে। খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের সামনে পৌঁছে তীব্র প্রতিবাদ করেন। একপর্যায়ে তাদের বাঁধার মুখে পুনরায় ছাত্রীদের হলে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে হল কর্তৃপক্ষ। এমনকি হলে পানির সংযোগও পুনর্¯’াপন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে। সূত্রমতে, শুক্রবারও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করেন। এর মধ্যে ছাত্রীরা শেখ হাসিনা হলের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। আবাসিক ছাত্ররা শেরে বাংলা হল ও বঙ্গবন্ধু হলের সাামনে এবং শহীদ মিনারের অবস্থান করছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা কোন অবস্থাতেই হল ত্যাগ করবেন না এবং ভিসির পদত্যাগের পাশাপাশি ১০ দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখবেন। বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেয়ার প্রতিবাদ ও ভিসিকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি না করে বুধবার রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিস প্রদান করে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। তিনি আরও জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন শিক্ষার্থী হল ত্যাগ করবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শেখ হাসিনা হলের পানির সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ছাত্রীদের জোর করে হল থেকে বের করে দেয়। এ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়। একপর্যায় তাদের বাধার মুখে ছাত্রীদের হলে ফিরিয়ে নিতে বাধ্য হয়ে পানি সংযোগ পুনরায় চালু করে দিয়েছেন হল কর্তৃপক্ষ।
×