ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বনানী অগ্নিকান্ডে চার তদন্ত কমিটি

প্রকাশিত: ১৪:০৩, ২৯ মার্চ ২০১৯

বনানী অগ্নিকান্ডে চার তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্ত স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ৬ (ছয়) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলো মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের); জেলা প্রশাসক, ঢাকার প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের); উপ-পুলিশ কমিশনার, গুলশান জোন ও জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া, উপসচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটি উক্ত ভয়াবহ অগ্নিকান্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক ৭ দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবেন এবং এ জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ॥ বনানী মডেল টাউনে অগ্নি দুর্ঘটনায় পতিত এফ আর ভবনের নক্সা অনুমোদন এবং নির্মাণ সংক্রান্ত কোন কাজে ত্রুটি-বিচ্যুতি আছে কি না সে বিষয়ে তদন্ত করার জন্য ৬ (ছয়) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম, এমপির নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফাহিমুল ইসলামকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অপর ৪ (চার) জন সদস্য হলো স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র সদস্য (পরিকল্পনা) জনাব আবু সাঈদ চৌধুরী, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ মইনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম। এ কমিটি বনানী মডেল টাউনের এফ আর টাওয়ারের নক্সা অনুমোদন ও ভবন নির্মাণে কোন ত্রুটি-বিচ্যুতি থাকলে তা শনাক্ত করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় ॥ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে মন্ত্রণালয়ের আরও একজন অতিরিক্ত সচিব, পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন, বুয়েট ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন করে সদস্য রাখা হয়েছে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স ॥ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, কিভাবে এফআর টাওয়ারের আগুনের সূত্রপাত হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে। তা খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×