ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থী ও রাজনৈতিক দলের ॥ সিইসি

প্রকাশিত: ১১:১৩, ২৯ মার্চ ২০১৯

 ভোটারদের কেন্দ্রে  আনার দায়িত্ব  প্রার্থী ও রাজনৈতিক  দলের ॥ সিইসি

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৮ মার্চ ॥ প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, একটি বড় দল নির্বাচনে অংশ না নেয়ায় ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি কম হচ্ছে, ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থী ও রাজনৈতিক দলের, এ দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব তফসিল ঘোষণা করা, রিটার্নিং অফিসার নিয়োগ করা, ভোটের সরঞ্জাম সরবরাহ করা, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। বৃহস্পতিবার বিকেলে ফেনী সার্কিট হাউসে ৫ম উপজেলা নির্বাচন ৪র্থ ধাপের নির্বাচনের আগ মুহূর্তে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনের স্বচ্ছতার জন্য একটি করে উপজেলায় ইভিএম চালু করা হয়েছে, ইভিএম পারদর্শী বিধায় ভোট কেন্দ্রে সেনা সদস্যরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন। সন্ত্রাসীদের ও স্বার্থানেষী গোষ্ঠীর হাত থেকে ভোটাধিকার রক্ষার জন্য ভবিষ্যতে সারাদেশে ইভিএম চালু করা হবে। চলতি উপজেলা নির্বাচনে ৩ ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ৪র্থ ধাপের নির্বাচনও সুষ্ঠু হবে বলে সিইসি আশাবাদ ব্যক্ত করেন। সন্ত্রাসীদের বিষয়ে সিইসি হুঁশিয়ারি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ আইন প্রয়োগের নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, রিটার্নিং অফিসার পিকেএম এনামুল করিম, আঞ্চলিক নির্বাচন অফিসার দুলাল তালুকদার ও বিজিবি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
×