ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:১২, ২৯ মার্চ ২০১৯

 মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ বেতন-ভাতা বকেয়া রেখে কারখানা বন্ধ করে দেয়ায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মোড়ে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে দুটি গার্মেন্টের শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা চৌধুরীপাড়া মোড়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে এর আশপাশ এলাকা ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের রামপুরা জোনের সহকারী মাজহারুল ইসলাম জানান, মালিবাগের লুমান ও লুফা নামের দুটি গার্মেন্টের কয়েক শ’ শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। তাদের অবস্থানের কারণে মালিবাগ আবুল হোটেল থেকে রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আবুল হোটেল ও সাউথ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে রাস্তাটি খোলা থাকায় সেদিক দিয়ে কিছু যানবাহন রামপুরার দিকে চলাচল করতে পারলেও মৌচাক ও রামপুরার মধ্যে যাতায়াতের পথ ছিল বন্ধ। রামপুরা থেকে আসা গাড়ি মালিবাগ ফ্লাইওভারে উঠতে পারলেও মৌচাক হয়ে মালিবাগে নামা ফ্লাইওভারের পথ আটকে বসেছিলেন বিক্ষোভরত শ্রমিকরা। ফলে ডিআইটি রোডে তৈরি হয় ব্যাপক যানজট। বিক্ষোভকারীরা জানান, তাদের কয়েক মাসের বেতন বকেয়া রেখেই গত জানুয়ারি মাসে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বার বার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করায় সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, মালিবাগে সড়কের পূর্বপাশে লুমান ও পশ্চিম পাশে লুফা কারখানায় সব মিলিয়ে প্রায় ৮০০ লোক কাজ করতেন। কারখানা দুটির মালিক বিজিএমইএর সাবেক নেতা লুৎফর রহমান মতিন।
×