ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৮ মুসল্লিসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

প্রকাশিত: ১১:১১, ২৯ মার্চ ২০১৯

 ৮ মুসল্লিসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সারাদেশে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮জন নিহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় বাসচাপায় শিশুসহ নিহত হয়েছে ৮ জন, যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন ও বগুড়ার ধুনট উপজেলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। জানা গেছে, মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত অর্ধশত। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মুসল্লি। তাদের অধিকাংশের বাড়ি সদর ও কালকিনি উপজেলায়। নিহতরা হলেন হাবিব হাওলাদার (৫০), আব্বাস খাঁ (৩০), হাসিয়া বেগম (৫০), নয়ন হাওলাদার (৩০), রানু বেগম (৪৫), সজিব (১৩), আম্বিয়া বেগম (৬৫) ও সায়েম (২৫)। চন্দ্রপাড়া এলাকার মাহফিল শেষে সুবিন-নবিন নামের একটি যাত্রীবাহী বাসযোগে মাদারীপুর সদরের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৮ জন নিহত হয়। আহত হয় অন্তত অর্ধশত। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুরের পুলিশ সুপার জানিয়েছেন নিহতের সংখ্যা বাড়তে পারে। পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। গত বুধবার রাত সোয়া ১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার জামাল হোসেন সোহেল (৩০), বাঁশখালী উপজেলার শেখেরখীলের আবু সায়েম (২২), কক্সবাজার জেলার দুই বছরের শিশু সাদিয়া বেগম, তার মা তাসলিমা বেগম (২০), তাসলিমার মা হাসিনা মমতাজ (৪৫), মহেশখালী উপজেলার আবদুস শুক্কুর (২৮), চকরিয়া উপজেলার নুরুল হুদা (২৪) এবং আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা হলেন নিহত সাদিয়ার পিতা জসিম উদ্দিন, সাদিয়ার জমজ বোন সাদিয়া আবিদা, লোহাগাড়া উপজেলার আসহাব উদ্দিন ও আতাউর রহমান। আহতদের প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। যশোর ॥ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মহাসড়কের চাউলিয়ায় এই দুর্ঘটনা ঘটে। একই সময়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের ধাক্কায় অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন, লেগুনা যাত্রী যশোরের মনিরামপুর উপজেলার গাবুখালি গ্রামের সুভাষ বৈরাগীর ছেলে সুব্রত বৈরাগী (২৫), একই উপজেলার কুয়াদা গ্রামের ঋষিকান্ত দাসের স্ত্রী শিউলী দাস (২৬) ও সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের সুলতান মোল্লার ছেলে শামীম মোল্লা (৩০) এবং মোটরসাইকেল আরোহী শহরের শংকরপুর এলাকার ইসহাক সরদারের ছেলে আলেক সরদার (৫৫)। বগুড়া ॥ বগুড়ার ধুনট উপজেলায় বুধবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব জেবু (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য আহসান হাবিব জেবু (২৩) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ি গ্রামে।
×