ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

প্রকাশিত: ১১:১১, ২৯ মার্চ ২০১৯

 রাজধানীতে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আফতাব নগরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মনির ওরফে টারজান মনির (২৮) ও শাহ আলী (২৮)। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ মাসুদুর রহমান জানান, নিহতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এক ডজনের ওপর মামলা রয়েছে। মাসুদুর রহমান জানান, বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আফতাব নগর এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মনির ও শাহ আলীকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৬টি গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ডিবি উত্তরের কমিশনার মশিউর রহমান জানান, ১৯ মার্চ রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস নামের এক চালককে হত্যা করা হয়। এতে জড়িত সন্দেহে সাজু নামের এক ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় ডিবি গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সাজু জানান, তিনি এবং শাহ আলী এক লাখ টাকার বিনিময়ে জুলহাসকে হত্যা করেন। এই টাকা দিয়েছিল টারজান মনির নামের এক মাদক ব্যবসায়ী। টারজান মনির মেরুল বাড্ডা এলাকায় গাঁজার স্পট নিয়ন্ত্রণ করতেন। তিনি সপ্তাহে এক থেকে দেড় লাখ টাকা আয় করতেন।
×