ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সর্বক্ষণিক তদারকি

প্রকাশিত: ১১:০৫, ২৯ মার্চ ২০১৯

  প্রধানমন্ত্রীর  সর্বক্ষণিক তদারকি

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানীর বনানীর বহুতল ভবনে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণিক তদারকি করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই ভবনে বৃহস্পতিবার দুপুর একটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট সেখানে কাজ করছে। বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর বহুতল ভবনে এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় সার্বক্ষণিক তদারকি করছেন।’ এই অগ্নিকান্ডে বিকেল পর্যন্ত এক বিদেশীসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের বেশিরভাগই আগুন থেকে বাঁচতে উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন। এরকম লাফ দিয়ে আহতও হন অনেকে। এই উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীও যোগ দিয়েছে।
×