ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামিদুর রাহমান পুরস্কার পেলেন স্থপতি বশিরুল

প্রকাশিত: ১০:৪৫, ২৯ মার্চ ২০১৯

 হামিদুর রাহমান  পুরস্কার পেলেন  স্থপতি বশিরুল

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্ন আধুনিক শিল্পভাষায় স্থানীয় ও লোকজ উপাদানের ব্যবহার শিল্পী বশিরুল হকের অন্বেষাকে গভীর করেছে। দেশে-বিদেশে তিনি আলোচিত এবং প্রশংসিত। বিগত ৪৫ বছরের চর্চায় বশিরুল হক তিন শতাধিক স্থাপনার নক্সা করেছেন। এ কর্মের স্বীকৃতিস্বরূপ বেঙ্গল ফাউন্ডেশনের হামিদুর রাহমান পুরস্কার পেলেন কীর্তিমান এই স্থপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, স্থপতি নাহাস খলিল এবং সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ কামালুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানে স্থপতি বশিরুল হকের ওপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আর পুরস্কার হিসেবে প্রদান করা হয় এক লাখ টাকা, সম্মাননা স্মারক এবং সনদপত্র। পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে স্থপতি বশিরুল হক বলেন, ৫৭ বছরের পর কোন শিল্পীকেই পুরস্কার দেয়া ঠিক না। কেননা ৫৭ বছর পর এ্যাওয়ার্ড দিলে তা নিতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে। তারপরও স্থপতি হিসেবে পুরস্কার পেয়ে আমি সম্মানিত আনন্দিত এবং গর্বিত। মনিরুল ইসলাম বলেন, শুধু আর্টে শিল্প আটকে থাকা উচিত না। এটা যে বুদ্ধি করে স্থাপত্যে নেয়া হয়েছে এজন্য বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং আজকের বিজেতা এর যোগ্য। এখন তো থ্রিডি, তবে তখন নক্সা করে স্থাপত্য তৈরি করা হতো এবং সেটিও অনেকে বুঝতো না। সে সময়ে ডেডিকেশনটা ছিল প্রধান এবং অনেকেই এ ক্ষেত্রে সফল। আর ক্রিয়েটর যত বড়ই হোক না কেন সে প্রকৃতির বাইরে যেতে পারেন না। প্রকৃতির রস নিয়েই তিনি সৃষ্টি করেন। আর এই শিল্পী বশিরুল হকের কাজে সেই প্রকৃতির ছাপ দেখা যায়। কেন্দ্রীয় শহীদ মিনারের নক্সার প্রধান রূপকার হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে ২০০৭ সাল থেকে ‘হামিদুর রাহমান পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। এ পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।
×