ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোহরাব পাশা

মুক্তিযুদ্ধের গল্প

প্রকাশিত: ০৯:৫০, ২৯ মার্চ ২০১৯

 মুক্তিযুদ্ধের গল্প

ছেলেবেলায় রঙিন প্রজাপতি ওড়াউড়ি কোনো গল্প নেই আমার বিস্মৃত, তখন তো মেঘছেঁড়া বিবর্ণ সময় ভয়াল মৃত্যুর তীব্র কোলাহল ওঠে পা’য় পা’য় গহীন দুর্বোধ্য কুয়াশায় প্রিয় চোখের সরল দ্যুতিপাঠ; ছেঁড়া ফুসফুসে হাঁটে তেলাপোকা, মাছি কী যে অদ্ভুত মসৃণ দুপুরের রোদ্দুর আঁধার, ধূসর সন্ধ্যায় নিঃশব্দে ঘুমিয়ে পড়া শূন্য পথ, সারারাত ঝরে পড়ে উদ্বেগের ফোঁটা ফোঁটা লাল নীল মৃত্যুজলে; আমার শৈশবে গল্প ছিল মেঘময় মুক্তিযুদ্ধের গোলাপ ফোটা ভয়ঙ্কর এক উন্মাদ বিপন্ন সময়ের শ্বাসরুদ্ধ করা জীবন ছেঁড়া করুণ গল্প।
×