ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল ॥ পলক

প্রকাশিত: ০৯:২৭, ২৯ মার্চ ২০১৯

 নারীর ক্ষমতায়নে  বাংলাদেশ রোল  মডেল ॥ পলক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সরকারী মহিলা কলেজ মিলনায়তনে ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের লেভেল-১ এর সমাপ্তি ও লেভেল-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলক বলেন, এখন দেশের প্রতিটি স্তরের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। দেশের প্রায় ৪৩ হাজার শ্রেণী কক্ষকে মাল্টিমিডিয়া করা হয়েছে। এতে পাঠদান পদ্ধতি অনেক সহজ হয়েছে। শুধু পাঠ্যবই নয়, ইন্টারনেট সংযোগ থাকায় তারা পাঠ্যসূচীর বাইরেও জ্ঞান লাভ করতে পারছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের পরিচালক সোলায়মান ম-ল।
×