ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে

প্রকাশিত: ০৯:১৯, ২৯ মার্চ ২০১৯

শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে আরও কমেছে। জানা গেছে, সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। এই অনুষ্ঠান শুরু উপলক্ষে সকালে শেয়ার কেনার চাপ বাড়ে। কিন্তু সূচক এক পর্যায়ে আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট বেড়ে যাওয়ার পর বীমা খাত ছাড়া অন্যসব কোম্পানিগুলোর শেয়ার বিক্রির চাপ বাড়ে। দিনশেষে ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণ খুব বাড়েনি। ফলে বিমা খাতের কোম্পানিগুলোর বেশিরভাগ দর বাড়ায় সূচক সামান্য বেড়েছে। কিন্তু অন্যান্য খাতের শেয়ার খুব ভাল করতে পারেনি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের উত্থান দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে। তবে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০.০৬ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮১ ও ১৯৬৮ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার। আগের দিন থেকে ১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি টাকার। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৪২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩টির বা ৪০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির বা ১৮ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৪৯ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ১৬ কোটি ২৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক। সার্বিক লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, জেএমআই সিরিঞ্জ, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ইস্টার্ন লুব্রিকেন্টস। এদিকে ডিএসইতে দিনটিতে দর বাড়ার শীর্ষে ছিল প্রভাতি ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫০১ বারে ১৩ লাখ ১১ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫১৮ বারে ১২ লাখ ৬৮ হাজার ৫২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা। সোনারবাংলা ইন্স্যুরেন্স দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭০৩ বারে ৫ লাখ ২৩ হাজার ৮০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, কনটিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও নর্দার্ন ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×