ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনানীতে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২১,আহত ৭০

প্রকাশিত: ০৮:৫৪, ২৮ মার্চ ২০১৯

 বনানীতে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২১,আহত ৭০

অনলাইন রিপোর্টার ॥ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। সব নিহতের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরমান আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ তখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর কথা জানান তিনি। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফ আর টাওয়ারের ৯তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
×