ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

প্রকাশিত: ১১:০২, ২৮ মার্চ ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের উদাসীনতায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও অভিযোগ করেন সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার কারাগারে গিয়ে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তিনি আগের চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অথচ খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন। অবিলম্বে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি ও তাঁর পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় তাঁর কিছু হলে এর সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে। ফখরুল বলেন, কারাবন্দী খালেদা জিয়া এখন এতটাই অসুস্থ যে অন্যের সাহায্য ছাড়া তিনি তাঁর কক্ষেও হাঁটতে পারছেন না। তিনি মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও তাঁকে কোন সুচিকিৎসা দেয়া হচ্ছে না। বিগত সাড়ে তিন মাসে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। তাঁর কোন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে না। ফখরুল বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার দাবি জানালেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। অতিরিক্ত আইজি প্রিজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি আইজি প্রিজনের মোবাইল ফোন নম্বরটা ছাড়া আর কিছুই দিতে পারেননি। কিন্তু আইজি প্রিজনকে ২০ থেকে ২৫ বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যানন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ ফরহাদ হালিম ডোনার, আবদুল কুদ্দুস, সিরাজুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়, কাকরাইল ও শান্তিনগর হয়ে আবার নয়াপল্টন বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় জাসাস নেতাকর্মীরা চলন্ত ট্রাক থেকে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ট্রাকে চড়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার সামনে ও পেছনে এবং রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় বিএনপি ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দল বেধে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তাদের কারও কারও হাতে জাতীয় পতাকাও শোভা পায়। শোভাযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীদের স্লোগান ছিল - ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেলের তারা ভাঙ্গবো, খালেদা জিয়াকে আনবো’ ইত্যাদি। বিকেল ৩টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে। মানুষের যে মুক্ত চিন্তার অধিকার ও লিখবার স্বাধীনতাকে হরণ করা হয়েছে। ফখরুল বলেন, ৪৮ বছর আগে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে কী আমরা স্বাধীন হয়েছি? দেশ স্বাধীন হলেও আমরা এখন স্বাধীন নই, মুক্ত নই। কারণ, আজকে একটা পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে। আজকে আমাদের নেত্রী খালেদা জিয়া যিনি তার সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন যিনি স্বাধীনতাকে সুসংহত করার জন্য কাজ করেছেন তাকে বেআইনীভাবে মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আসুন অত্যাচার নির্যাতনের মাধ্যমে যারা একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করতে চায় তাদের আমরা অপসারিত করি। জনগণের ঐক্য সৃষ্টি করে দল-মত নির্বিশেষে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করে আসুন আমরা দেশের গণতন্ত্রকে মুক্ত করি। বিএনপির শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
×