ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রকাশিত: ০৯:২৩, ২৮ মার্চ ২০১৯

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার হলিদাগাছি (সারদা) রেলেস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর জেলার দুর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তার মেয়ে জামাই রুবেল হোসেন। হলিদাগাছি (সারদা) রেলস্টেশনের মাস্টার লুৎফর রহমান জানান, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে সারদা রেলস্টেশন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি রেললাইনের ওপর পড়ে যায়। এ সময় রেলের চাকায় ওই ব্যক্তির দুটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। কক্সবাজারে ইয়াবাসহ বিমানযাত্রী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার বিমানবন্দর থেকে তিন হাজার ২’শ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে তাকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটক নুরুল ইসলাম (৩২) কক্সবাজার সদর পোকখালীর পূর্ব সিকদারপাড়ার নুর হোসেনের পুত্র। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার নভোএয়ারের একটি বিমানের যাত্রী ছিল নুরুল ইসলাম। নিয়ম মতে তার লাগেজ তল্লাশি করা হয়। স্ক্যানিং মেশিনের মাধ্যমে লাগেজের ভেতরের ইয়াবা শনাক্ত করা হয়। পরে লাগেজের ভেতর থেকে তিন হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
×