ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোসাইরহাটে ১০ কেন্দ্রের ভোট ফের গণনা দাবি

প্রকাশিত: ০৯:২২, ২৮ মার্চ ২০১৯

গোসাইরহাটে ১০ কেন্দ্রের ভোট ফের গণনা দাবি

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৭ মার্চ ॥ গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ নাসির উদ্দিনের সমর্থকরা মোট ৪০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোট পুনঃগণনা ও ৩টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে বুধবার সকালে গোসাইরহাট উপজেলা সদর, কোদালপুর, চর জালালপুর, কুচাইপট্টি ও আলাওলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেছে। এদিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান ঢালীর সমর্থকদের হামলায় একই উপজেলার জালালপুর টেকপাড়ে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ নাসির উদ্দিনের সমর্থক জুলমত মোল্লা, মামুন মোল্লা, সোহাগ মোল্লা, রিপন হাওলাদার, সম্্রাট গাজী, আলমগীর ছৈয়াল, মোস্তাফিজ সরদারসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মোস্তাফিজ সরদার কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সন্ত্রাসীরা মোস্তাফিজ সরদারের মাছের আড়তে হামলা চালিয়ে লুটপাট ও তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সন্ত্রাসীদের হামলার পর আলমগীর হাওলাদার নিখোঁজ রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাট উপজেলায় ১ লাখ ১৪ হাজার ৮৬৪ ভোট। ওই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ নাসির উদ্দিন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ঢালী। ২৪ মার্চ নির্বাচনে ২২ হাজার ৮৬৪ ভোট পেয়ে ফজলুর রহমান বিজয়ী হয়েছেন। আর আ. লীগের প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫৫৮ ভোট। আ. লীগের প্রার্থী ১৩টি ভোট কেন্দ্রে অনিয়ম করে তাকে পরাজিত করা হয়েছে এমন অভিযোগ এনে পরের দিন তার কোদালপুরের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন।
×