ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে মিশ্র প্রবণতার কারণে মুনাফা আশানুরূপ হয়নি

প্রকাশিত: ০৯:১৯, ২৮ মার্চ ২০১৯

শেয়ারবাজারে মিশ্র প্রবণতার কারণে মুনাফা আশানুরূপ হয়নি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈন বলেছেন, লংকাবাংলার প্রবৃদ্ধি আগের বছরের মতোই ধরে রাখা সম্ভব হয়েছে। আমরা প্রতি বছর ইনভেস্টমেন্ট থেকে কিছু আয় করে থাকি। কিন্তু শেয়ারববাজারে মিশ্র প্রবণতার কারণে ২০১৮ সালে আশানুরূপ পারফরমেন্স করতে পারিনি। তবে এজন্য ভয়ের কিছু নেই। বুধবার সকাল ১০টায় রাজধানীতে মাইডাস ভবনে কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন। কোম্পানির চেয়ারম্যান বলেন, লংকাবাংলা ফাইন্যান্সের প্রতিটা অধীন কোম্পানি (সাবসিডিয়ারি) শেয়ারবাজারের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যখন মার্কেট ভাল যায়, তখন সমন্বিত আয়ে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ইতিবাচক প্রভাব পড়ে। আর যখন মার্কেট খারাপ যায়, তখন লংকাবাংলা ফাইন্যান্স দিয়েই সাবসিডিয়ারির অপারেটিং লোকসান নিতে হয়। তিনি বলেন, ২০১৭ থেকে ২০১৮ সালে লংকাবাংলার আয় বেশি হয়েছে। আমরা আরও আয় করতে পারতাম। আমাদের হাতে অনেক ব্যবসা আছে কিন্তু কোথাও কোন টাকা নেই। আমাদের দেশে তারল্য সঙ্কট। কোম্পানির কাজের অভাব নেই। কিন্তু তারল্য সঙ্কটের কারণে এগোতে পারেনি। এজিএমে কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
×