ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলভা ফার্মার ৩৭ লাখ শেয়ার বিক্রয়যোগ্য হবে ২ এপ্রিল

প্রকাশিত: ০৯:১৮, ২৮ মার্চ ২০১৯

সিলভা ফার্মার ৩৭ লাখ শেয়ার বিক্রয়যোগ্য হবে ২ এপ্রিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালসের সাড়ে ৩৭ লাখ শেয়ার আগামী ২ এপ্রিল বিক্রয়যোগ্য (লক ফ্রি) হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সিলভা ফার্মাসিউটিক্যালস থেকে ৩ কোটি শেয়ার ইস্যু করা হয়। এর মধ্যে ৫০ শতাংশ বা ১.৫০ কোটি শেয়ার পেয়েছে যোগ্য বিনিয়োগকারীরা। যার ২৫ শতাংশ বা সাড়ে ৩৭ লাখ শেয়ার আগামী ২ এপ্রিল বিক্রয়যোগ্য হবে। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে আইপিওতে প্রাপ্ত শেয়ারের ৫০ শতাংশ লেনদেনের প্রথম দিন থেকেই বিক্রয়যোগ্য থাকে। বাকি ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ শেয়ার ৬ মাস পরে বিক্রয়যোগ্য হয়। আর বাকি ২৫ শতাংশ বিক্রয়যোগ্য হয় ৯ মাস পরে। যা কোম্পানির প্রসপেক্টাস ইস্যুর বা পত্রিকায় সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশের দিন থেকে হিসাবযোগ্য। এর আগে সিলভার বিক্রয় অযোগ্য থাকা ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ বা সাড়ে ৩৭ লাখ শেয়ার গত ২ জানুয়ারি বিক্রয়যোগ্য হয়। উল্লেখ্য, মঙ্গলবার সিলভা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর দাঁড়িয়েছে ২৬.৫০ টাকায়।
×