ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা চাইলে তবেই ভাসানচরে স্থানান্তর ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:১১, ২৮ মার্চ ২০১৯

রোহিঙ্গারা চাইলে তবেই ভাসানচরে স্থানান্তর ॥ পররাষ্ট্রমন্ত্রী

বিডিনিউজ ॥ কক্সবাজারে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যেতে চাইলেই তাদের সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি সবাই (আন্তর্জাতিক সম্প্রদায়) চায়, যদি তারা (রোহিঙ্গা) রাজি থাকে, কেবল সেক্ষেত্রেই এটা হবে।’ কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার বিরান দ্বীপ ভাসানচরে স্থানান্তরের এই পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১০ হাজার একর আয়তনের ওই চরে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। সরকার বলছে, রোহিঙ্গাদের বসবাসের জন্য সব ব্যবস্থাই ভাসানচরে গড়ে তোলা হচ্ছে। সেখানে গেলে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প জীবনের চেয়ে ভাল থাকবে তারা। তবে সাগরের ভেতরে জনমানবহীন ওই চরে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা নিয়ে উদ্বেগ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সম্প্রতি ওই পরিকল্পনাকে স্বাগত জানালেও তারা বলেছে, স্থানান্তরের বিষয়টি অবশ্যই রোহিঙ্গাদের সম্মতির ভিত্তিতে হতে হবে।
×