ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যান্সার রোধে গুবরে পোকা

প্রকাশিত: ০৯:০৯, ২৮ মার্চ ২০১৯

ক্যান্সার রোধে গুবরে পোকা

ক্যান্সারের টিউমার রুখতে প্রতিদিন অন্তত পাঁচটি করে গুবরে পোকা খেয়ে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের একজন নারী। লসএ্যাঞ্জেলেসে বসবাসরত তিন সন্তানের মা মারসেলা ইগলেসিয়াস বলেন, শুধু ক্যান্সার নয়, প্রচণ্ড শরীর ব্যথা, গেঁটেবাত ও হজমের সমস্যা উপশমে গুবরে পোকা ভাল কাজ করে। তার দাবি এই পোকার শরীরে ‘কোলিওটক্সিন’ নামক এক ধরনের অম্ল পদার্থ থাকে যা ক্যান্সারসহ নানা রোগের বিরুদ্ধে লড়ে। শুধু তাই নয় এই পোকা শরীরে আমিষের চাহিদা পূরণ করে। সায়েন্স ডেইলি
×