ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিতে বিপরীত

প্রকাশিত: ০৯:০৯, ২৮ মার্চ ২০১৯

হিতে বিপরীত

এবার ক্রেতাদের শতভাগ খাঁটি মধু খাওয়াতে গিয়ে সমালোচনার মুখে পড়ল জাপানের একটি মধু বিক্রেতা কোম্পানি। জাপানের ওইতা অঞ্চলের নতুন এক মধু বাজারজাতকারী প্রতিষ্ঠান মধুর শিশির মধ্যে একটি করে জীবন্ত মৌমাছি ছেড়ে দিয়েছিল। কোম্পানির ধারণা ছিল খাঁটি মধুর মধ্যে মৌমাছি কয়েকদিন টিকে থাকতে পারে। এরপর ছবিটি অনলাইনে ছাড়তেই বিষয়টি ভাইরাল হয়। অনেকে কোম্পানির এই ধারণার সমালোচনা করে। টুইটারে একজন বলেন, হিতে বিপরীত হলো। কারণ মধুর মধ্যে এক সময় এই মৌমাছি মরে পচে যেতে পারে যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জাপান টাইমস
×