ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ বছর পর পিকাসোর চিত্রকর্ম উদ্ধার

প্রকাশিত: ০৯:০৭, ২৮ মার্চ ২০১৯

২০ বছর পর পিকাসোর চিত্রকর্ম উদ্ধার

প্রখাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ২০ বছর আগে চুরি যাওয়া একটি জনপ্রিয় চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। আর্ট ওয়াল্ডের ইন্ডিয়ানা জোন্স নামে খ্যাত ডাচ গোয়েন্দা আর্থার ব্র্যান্ড সম্প্রতি এটি খুঁজে বের করেন। ১৯৯৯ সালে এক সৌদি শেখের ইয়ট থেকে পিকাসোর এই চিত্রকর্মটি চুরি হয় বলে মনে করা হচ্ছিল। আর্থার ব্র্যান্ড বলেন, তারপর থেকেই কয়েক বছর ধরে এই ছবির জন্যে ডাচ অপরাধ জগতে চলেছে পুলিশী খোঁজ। ছবিটি বুস্ট ডা ফাম বা ডোরা মার নামের এক নারীর। ১৯৩৮ সালে প্রথম এই নারীর প্রতিকৃতি আঁকা হয়। বর্তমানে ছবিটির দাম ২ কোটি ৮০ লাখ ডলার। ডোরা মার ছিলেন কিংবদন্তি শিল্পী পাবলো পিকাসোর প্রেমিকা এবং তাদের সম্পর্ক টিকে ছিল সাত বছর। পেইন্টিংটি শিল্পীর নিজের বাড়িতে ১৯৭৩ সাল অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত ঝুলানো ছিল। আর্থার ব্র্যান্ড গত বছর সংবাদপত্রের শিরোনাম হন সেন্ট মার্কের হারিয়ে যাওয়া একটি বাইজেন্টাইন মোজাইক মূর্তি উদ্ধার করে। ১৯৭০ সালে সাইপ্রাসের একটি গির্জা থেকে এটি চুরি হয়। আন্তর্জাতিক প্রশংসা এবং স্বীকৃতি মেলে যখন তিনি নাৎসি ভাস্কর জোসেফ থোরাকের তৈরি দুটি ঘোড়ার মূর্তি উদ্ধার করেন। যেটি হিটলারের ঘোড়া নামে পরিচিত। ২০১৫ সালে এটি উদ্ধার করেন আর্থার ব্র্যান্ড। ২০১৫ সাল থেকে আর্থার ব্রান্ড এই শিল্পকর্মটির খোঁজ শুরু করেন, যখন তিনি জানতে পারেন যে একটি জাহাজ থেকে পিকাসোর একটি পেইন্টিং চুরি হয়েছে। -গার্ডিয়ান
×