ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উনকে ক্ষমতা থেকে সরানোর গোপন ষড়যন্ত্র ফাঁস

প্রকাশিত: ০৯:০৬, ২৮ মার্চ ২০১৯

উনকে ক্ষমতা থেকে সরানোর গোপন ষড়যন্ত্র ফাঁস

উত্তর কোরীয় নেতা কিম জং উনের বিরোধী একটি পক্ষ তাকে ক্ষমতা থেকে সরাতে গোপনে চেষ্টা করেছে। গত মাসে স্পেনের মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাসে অভিযান চালিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক পিয়ংইয়ংয়ের একটি সূত্র দাবি করেছে। উত্তর কোরিয়ার চেওলিমা সিভিল ডিফেন্স তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ওই সব লোককে উত্তর কোরিয়ায় ফেরাতে স্পেনের আদালতে আবেদন করা হবে। খবর গার্ডিয়ান অনলাইনের। গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, মাদ্রিদের উত্তর কোরীয় দূতাবাসে মূলত অভিযান চালানো হয়। কারও ওপর হামলা করা হয়নি। আর জরুরী ওই অভিযানে দূতাবাস কর্র্মীরাও আমাদের সহায়তা করে। কিম জং উনের বিরোধী অনুপ্রবেশকারীরা তৎক্ষণাৎ কয়েকটি কম্পিউটার, হার্ডডিস্ক ও অন্যান্য জিনিস নিয়ে সটকে পড়ে। তবে ওই অনুপ্রবেশকারীরা মাদ্রিদ দূতাবাসের সরকারী ওয়েবসাইট হ্যাক করতে পারেনি। উত্তর কোরীয় নেতা কিম জং উন ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক কয়েকদিন আগে মাদ্রিদ দূতাবাসে এই অভিযান হয়। খবরে বলা হয়েছে, মাদ্রিদে উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত কিম হিউক চোলের কাছ থেকে তথ্য নিয়ে ওই অভিযান চালানো হয়। কিম হিউক চোল ২০১৭ সাল পর্যন্ত মাদ্রিদ দূতাবাসে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান পরমাণু বিষয়ক আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কিম জং উনবিরোধী ওই গ্রুপটি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও বিশ্বের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। হ্যানয়ের বৈঠকে মাদ্রিদ দূতাবাসের অভিযান বিষয়ে কিছু বলা হয়নি। চেওলিমা সিভিল ডিফেন্সের ওই বিবৃতিতে আরও বলা হয়, ওই অভিযানের জন্য আমরা স্পেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছি। কারণ ওই কঠিন সময়ে স্পেন আমাদের সহায়তা করেছে। তবে ওই গ্রুপটি কোন অস্ত্র নিয়ে মাদ্রিদ দূতাবাসে প্রবেশ করেনি বলে জানা গেছে। অপর এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাদ্রিদ দূতাবাসে অনুপ্রবেশকারীরা অভিযানের পর পরই যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। তাদের এখন স্পেনে প্রত্যার্পণের অনুরোধ জানানো হবে।
×