ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিদ্ধেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:১৮, ২৭ মার্চ ২০১৯

সিদ্ধেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে খিলক্ষেতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মগবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রমনা সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের ভবন তৈরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আনিসুর রহমান (৩৪) ও নোয়াখালী জেলার আবুল বাশার (৫২)। তারা পরিবার নিয়ে রাজধানীর রামপুরার পূর্ব উলন এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান। রমনা থানার এসআই নিশাত জাহান জানান, সোমবার রাত ২টার দিকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনের নির্মাণ কাজ চলছিল। এ সময় হাসপাতালের ভেতরে খালি জায়গায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটার করছিলেন শ্রমিকরা। এ সময় ওই মেশিনের সঙ্গে লেগে ঝুলন্ত বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে বিদ্যুতের ওই ছেঁড়া তার পাশেই একটি ট্রাকের ওপর থাকা শ্রমিক বাশার ও আনিসের ওপর পড়ে। এতে তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মঙ্গলবার ভোরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর খিলক্ষেতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, কামাল হোসেন (৪৫) ও ইকবাল হোসেন (৩২)। ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩০০ ফুটগামী কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ঢালে বিশেষ অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা-উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম। এ সময় হাতেনাতে ২০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অগ্নিকা- ॥ রাজধানীর মগবাজারে এসকে টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোঃ রাশেদ জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে মগবাজার রেলক্রসিং সংলগ্ন ওই ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
×