ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় দফায় ১১৬ উপজেলায় ভোট পড়েছে ৪১.৪১ শতাংশ

প্রকাশিত: ১১:১৪, ২৬ মার্চ ২০১৯

তৃতীয় দফায় ১১৬ উপজেলায় ভোট পড়েছে ৪১.৪১ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় ভোট পড়েছে ৪১.৪১ শতাংশ। যা আগের ধাপের তুলায় কম। প্রথম ধাপে ইসির হিসাব অনুযায়ী প্রথম দফায় উপজেলায় ভোট পড়ে ৪৩. ৩২ শতাংশ। দ্বিতীয় দফায় ৪১.২৫ শতাংশ। গত ১০ মার্চ প্রথম দফায়, ১৮ মার্চ দ্বিতীয় দফায় উপজেলায় ভোট গ্রহণ করা হয়। সর্বশেষ গত রবিবার তৃতীয় দফায় ১১৬ উপজেলায় ভোট সম্পন্ন করেছে। তৃতীয় ধাপে মোট ভোটার ছিল ১ কোটি ৮২ লাখ ১ হাজার ৭৭০ জন। ভোট দিয়েছেন ৭৫ লাখ ৩৬ হাজার ৯২৬ জন। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৮৩৩টি। মাঠ পর্যায় থেকে ইসিতে আসা তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। এতে দেখা গেছে প্রথম ধাপের নির্বাচনের পর থেকে ভোটার উপস্থিতি কমছে।
×