ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্ছেদ অভিযান বন্ধ আজ, কাল থেকে ফের শুরু

প্রকাশিত: ১১:০০, ২৬ মার্চ ২০১৯

উচ্ছেদ অভিযান বন্ধ আজ, কাল থেকে ফের শুরু

স্টাফ রিপোর্টার ॥ বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ অভিযানের ২২তম দিনেও একই অবস্থা। ভাংচুর শুরু হলেই বেঁধে যায় মালামাল সরানোর হিড়িক। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকে অবৈধ দখলদাররা। চোখের সামনে আপন নিবাস ভেঙ্গে দেয়ার বেদনা সইতে না পেরে চিৎকার দিয়ে আহাজারিও করে অনেকে। কিন্তু কে শোনে কার কথা। এখানে অনেক প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। নানাভাবে তদবির করার পরও তাদের ক্ষেত্রে কোন ছাড় দেয়া হচ্ছে না। এক্সেভেটর মুহূর্তের মধ্যে ভেঙ্গেচুরে তছনছ করে ফেলছে বহুতল ভবনগুলো। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বিআইডব্লিউটিএ। উচ্ছেদের পর ধ্বংস নগরীর মতো পড়ে আছে বড় বড় ইমারত। রাজধানীর মিরপুর- ১ এর ছোট দিয়াবাড়ি এবং সাভার থানার কাউন্দিয়া এলাকায় তুরাগ পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সোমবার এমন চিত্র দেখা যায়।
×