ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিমলায় প্রধানমন্ত্রীর কন্যার নামে ভুয়া এনজিও, গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:৫৯, ২৫ মার্চ ২০১৯

ডিমলায় প্রধানমন্ত্রীর  কন্যার নামে  ভুয়া এনজিও,  গ্রেফতার ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর দুর্গম চর জিঞ্জিরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। খবর ওয়েবসাইটের। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন,‘আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করে রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’ গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ঝুনাগাছচাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছচাপানি চৌধুরীপাড়া গ্রামের মৃত আকবর হোসেন চৌধুরীর ছেলে আব্দুল খালেক চৌধুরী (৩৫), রংপুর জেলা শহরের ধাপ এলাকার জিন্নাতুল করিম প্রধানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২৫) ও রংপুর সদর উপজেলার পশ্চিম গুরাতিপাড়া গ্রামের ছপিয়ার রহমানের ছেলে ফরিদ আলী (২৫)। পুলিশ জানায়, তারা প্রায় দুই সপ্তাহ আগে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এনজিও খুলে গ্রামবাসীকে বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন অনুদান দেয়ার কথা জানায়। এসব সুবিধার পাওয়ার জন্য তিনশ’ টাকা করে ভর্তি ফরম পূরণ করে সদস্য হতে বলে। তাদের এ সুবিধা ও ভাতা দেয়ার কথা শুনে সদস্য হওয়ার জন্য দরিদ্র মানুষের হিড়িক পড়ে যায়। এরইমধ্যে তারা কয়েকশ’ মানুষের কাছে ফরম বিক্রি করেছে। এ ব্যাপারটা এলাকার কিছু মানুষের কাছে সন্দেহ হলে তারা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
×