ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গী হামলার হুমকি, আবু আল বাঙ্গালীকে খুঁজছে নিরাপত্তা বাহিনী

প্রকাশিত: ১০:২৫, ২৫ মার্চ ২০১৯

 জঙ্গী হামলার হুমকি, আবু আল বাঙ্গালীকে খুঁজছে নিরাপত্তা বাহিনী

শংকর কুমার দে ॥ জঙ্গী সংগঠন নব্য জেএমবির নতুন নেতা আবু আল বাঙ্গালী। আইনশৃঙ্খলা বাহিনীকে কাফের অভিহিত করে তাদের ওপর হামলা করার জন্য অনলাইনে স্ট্যাটাস দিয়েছে নব্য জেএমবির এই শীর্ষ নেতা। জঙ্গী হামলার আশঙ্কায় বাড়তি নিরাপত্তার উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকার চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠান, কূটনৈতিক পল্লীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নব্য জেএমবির নতুন নেতা আবু আল বাঙ্গালীর নেতৃত্বে জঙ্গী সংগঠনটি সংগঠিত হওয়ার চেষ্টা করেছে এমন তথ্য পেয়েছে বলে গোয়েন্দা সংস্থার দাবি। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, জঙ্গী সংগঠন নব্য জেএমবির নতুন শীর্ষ নেতা আবু আল বাঙ্গালী নামের এক ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এই আবু আল বাঙ্গালীই নিজেদের অনলাইন গ্রুপে একটি স্ট্যাটাস দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ‘কাফের’দের ওপর হামলা চালানোর আহ্বান জানিয়েছে। নিরাপত্তা জোরদার করার পাশপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করারও নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীতে আবারও জঙ্গী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গী হামলার আশঙ্কায় কূটনৈতিক পল্লীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থান সমূহের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, গুলশান হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই হামলার পর পুলিশের জঙ্গীবিরোধী ব্যাপক অভিযানের মুখে ঘাপটি মেরে যায় জঙ্গী গোষ্ঠীর জঙ্গীরা। গত আড়াই বছরে আইনশৃঙ্খলা বাহিনী কমপক্ষে অর্ধশত সফল অভিযান পরিচালনা করে। এতে জঙ্গীরা অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়ে। সম্প্রতি জঙ্গীরা আবারও রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। এরই মধ্যে রাজধানীর বিভিন্নস্থানে হিযবুত তাহরির রাষ্ট্রবিরোধী ও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য সম্বলিত লিফলেট বিলি ও দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীকে নড়েচড়ে বসতে হয়েছে। তারা হিযবুত তাহরিরের সদস্যদের সন্ধানে বিভিন্নস্থানে সোর্স নিয়োগ করেছে। এই অবস্থার মধ্যেই নব্য জেএমবির একটি গ্রুপ রবিবার ঢাকার কোন একটি চার্চ বা কোথাও হামলা করবে বলে নিজেদের অনলাইন গ্রুপে পোস্ট দিয়েছে হামলার আহ্বান জানিয়েছে নব্য জেএমবির শীর্ষ নেতা আবু আল বাঙ্গালী। প্রয়োজনে গাড়ি চাপার মাধ্যমেও হামলা চালানোর আহ্বান জানানো হয়। এই আবু আল বাঙ্গালী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর বিশদ কোন ধারণা নেই। তার সম্পর্কে ইতোমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, গোয়েন্দারা তথ্য পেয়েছেন আবু জান্দাল আল বাঙ্গালী নামে এক জঙ্গী সম্পর্কে। সে সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করতে গিয়ে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আবু জান্দাল আল-বাঙ্গালীর সম্পর্কে আইএসএর মুখপত্র দাবিক এর প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, আবু জান্দাল আল বাঙ্গালীর বাবা ছিলেন সেনাবাহিনীর একজন অফিসার- যিনি ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত হন। দাবিক বলেছে, কিশোর বয়স থেকেই আবু জান্দাল ইসলামী জিহাদের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এই বিষয়ে সে তার বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করত এবং জিহাদের সমর্থনে অর্থও প্রদান করত। এক পর্যায়ে সে আইএস-এ যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সিরিয়ায় যাওয়ার পথটি খুব সহজ ছিল না আবু জান্দালের জন্য। দাবিকের দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একটি সম্মেলনে যোগদানের অজুহাতে সে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করে। জাল কাগজপত্র তৈরি করে মধ্যপ্রাচ্যে চলে যায় বলে তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার। সিরিয়ায় পৌঁছার পর আবু জান্দাল অন্যান্য বাঙালী জিহাদীর সঙ্গে যোগ দেয়। দাবিকের নিবন্ধে আরও বলা হয়েছে, সিরিয়ার আইন ইসা এলাকায় এক লড়াইয়ে সে গুলিবিদ্ধ হয়। তাকে জরুরী ভিত্তিতে মেডিক্যাল সেবা দেয়ার চেষ্টা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। তবে তার সিরিয়া যাত্রা কিংবা মৃত্যুর দিন-তারিখ সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি নিবন্ধে। তবে অনলাইনে হামলার হুমকি দেয়ায় আবু আল বাঙ্গালী বর্তমান জেএমবির গুরুত্বপূর্ণ পদে আছে এটুকু ছাড়া গোয়েন্দারা আপাতত কিছুই জানতে পারেনি। তবে তাকে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে বলে গোয়েন্দা সংস্থার দাবি। সম্ভাব্য জঙ্গী হামলার আশঙ্কা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষেও রাজধানীজুড়ে বিভিন্ন সভা সমাবেশ হবে- লোক সমাগম হবে। সেটা মাথায় রেখেই আমরা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছি। তিনি বলেন, কোন অপশক্তি রাজধানীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জঙ্গীরা একের পর এক পুলিশী অভিযানে অস্তিত্ব সংকটে পড়ে নিজেদের ফেসবুকে ও অনলাইনে জানান দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সতর্কতা অবলম্বনের মাধ্যমে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তা।
×