ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু স্পেন-ইতালির

প্রকাশিত: ১০:০০, ২৫ মার্চ ২০১৯

 জয় দিয়ে শুরু স্পেন-ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই ইউরো ২০২০ বাছাইপর্বের মিশন শুরু করেছে স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, সুইডেন এবং গ্রিস। ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন শনিবার ২-১ গোলে পরাজিত করেছে নরওয়েকে। ফিনল্যান্ডের বিপক্ষে ইতালির জয়টা ২-০ গোলে। একই ব্যবধানে জর্জিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড এবং লিচটেনস্টেইনের বিপক্ষে জয় পেয়েছে গ্রিস। ইউরো বাছাইপর্বে গ্রুপ ‘এফ’র ম্যাচে শনিবার নরওয়ের মুখোমুখি হয়েছিল স্পেন। বাছাইপর্বে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পেনের মেস্তাল্লা স্টেডিয়ামে। ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল স্পেন। ৭৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে স্প্যানিশরা। ২৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে নরওয়ে। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্পেন। প্রথমার্ধের ১৬ মিনিটে ডি-বক্সের মধ্যে বল পেয়ে ভলি থেকে গোল করেন রড্রিগো। বিরতির পর ৬৫ মিনিটে পেনাল্টি পায় নরওয়ে। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান জশুয়া কিং। ৭১ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিক স্পেনও। তা থেকে গোল করতে ভুল করেননি দলের অধিনায়ক সার্জিও রামোস। ‘প্যানেঙ্কা’ স্টাইলে বল জালে পাঠিয়ে দেন তিনি। এই মৌসুমে রামোসের এটি ১৬তম গোল। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ অধিনায়ক রামোসের এই গোলের সৌজন্যে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ‘এফ’ গ্রুপে রয়েছে সুইডেন, মাল্টা, রোমানিয়া এবং ফারোই আইল্যান্ডও। স্পেনের মতো সুইডেন, মাল্টাও জয় নিয়ে মাঠ ছেড়েছে। মজার ব্যাপার হলো এই গ্রুপের তিন ম্যাচেরই ফলাফল ২-১ ব্যবধানে। দিনের আরেক ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল ফিনল্যান্ড। গত বছর রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বের গ-িই পার করতে পারেনি আজ্জুরিরা। এবার সেই কষ্ট ভুলে ইউরো মূলপর্বে চোখ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শনিবার ইউরো বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ইতালি। ‘জে’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে ইতালি। তবে শক্তিশালী ইতালির বিপক্ষে সমানে সমান লড়েছে ফিনল্যান্ডও। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ব্যারেলা। ডি-বক্সের ভেতরে খালি জায়গায় বল পেয়ে ফিনল্যান্ডের জালে জড়ান ব্যারেলা। জাতীয় দলের জার্সিতে ব্যারেলার এটাই প্রথম গোল। গোলের সুযোগ পেয়েছিল ফিনল্যান্ডও। কিন্তু গোল পোস্টের কাছ থেকেও গোল করতে ব্যর্থ হন টেমু পুক্কি। যার ফলশ্রুতিতে ম্যাচের ৭৫ মিনিটে ময়েজ কেইনের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ইতালি। ইমমোবিলের দুর্দান্ত পাসে দ্বিতীয়বারের মতো ফিনল্যান্ডের জাল কাঁপান ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম গোল। গ্রুপের অপর ম্যাচে আরমেনিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বসনিয়া। গ্রিসও ২-০ গোলে সহজে পরাজিত করেছে লিচটেনস্টেইনকে। তবে এই জয়ের ফলে ‘জে’ গ্রুপে সবার ওপরে অবস্থান করছে গ্রিস। পয়েন্ট সমান ৩ হলেও ইতালি রয়েছে দুই নম্বরে। তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনা। আর্মেনিয়া, ফিনল্যান্ড এবং লিচটেনস্টেইন হার দিয়ে ইউরোর মিশন শুরু করেছে। যে কারণে তাদের তিন দলেরই পয়েন্ট শূন্য। অবস্থানও তলানির দিকে। ইউরোর বাছাইপর্বে অংশ নিচ্ছে ৫৫টি দল। এর মধ্যে ২৪টি দল চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে। এবারই প্রথমবারের মতো সরাসরি কোন দল মূল আসরে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি স্বাগতিক হিসেবেও বাড়তি কোন সুবিধা পাচ্ছে না কোন দল।
×