ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওসাকার বিদায়, ইনজুরি ছিটকে দিল সেরেনাকে

প্রকাশিত: ০৯:৫৯, ২৫ মার্চ ২০১৯

 ওসাকার বিদায়, ইনজুরি ছিটকে দিল সেরেনাকে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম রাউন্ডে পেয়েছিলেন বাই। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে অবাছাই ইয়ানিনা উইকমেয়ারকে হারাতেই ঘাম ঝরেছিল বর্তমান বিশ্বের এক নম্বর নাওমি ওসাকার। শেষ পর্যন্ত মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠতে পারলেও আর এগোতে পারেননি জাপানের এ তরুণী। তাইওয়ানের সিয়েহ সু-ওয়েই তাকে হারিয়ে চমক দেখিয়েছেন। তিন সেটের তীব্র লড়াইয়ে শেষ পর্যন্ত ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে ওসাকাকে পরাস্ত করেন সিয়েহ। অপরদিকে তৃতীয় রাউন্ড থেকেই সরে দাঁড়াতে হয়েছে ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী সাবেক মার্কিন বিশ্বসেরা সেরেনা উইলিয়ামসকে। হাঁটুর ইনজুরিতে তিনি তৃতীয় রাউন্ডে আর নামেননি চাইনিজ তরুণী ওয়াং কিয়াংয়ের বিপক্ষে। এদিকে সাবেক বিশ্বসেরা জার্মানির এ্যাঞ্জেলিক কারবারও বিদায় নিয়েছেন। তিনি হেরে গেছেন কানাডিয়ান বিস্ময় বিয়াঙ্কা আন্দ্রিস্কুর কাছে। তবে শেষ ষোলোয় উঠেছেন ডেনমার্কের সুন্দরী ক্যারোলিন ওজনিয়াকি ও হল্যান্ডের কিকি বার্টেন্স। মিয়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বাছাই খেলোয়াড়দের ঝরে পড়া শুরু। বেশ কয়েকজন শীর্ষ তারকা অখ্যাতদের কাছে হেরে বিদায় নিয়েছিলেন। এর মধ্যে ৬ নম্বর বাছাই এলিনা সিতোলিনা, গারবিন মুগুরুজা ও বেলিন্ডা বেনচিচের মতো তারকারা ছিলেন। এছাড়া ব্রিটিশ শীর্ষ তারকা জোহানা কন্টাকেও হারিয়ে দেন ওয়াং কিয়াং। সেই চাইনিজ তরুণী তৃতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল সেরেনার। ৩৭ বছর বয়সী সাবেক এ বিশ্বসেরা বেশ সংগ্রামী শুরু করেছিলেন মিয়ামিতে। সুইডেনের রেবেকা পিটারসনকে লড়াই করেই হারিয়েছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে আর নামতেই পারলেন না। এবার হাঁটুর ইনজুরিতে কোর্টে নামা হলো না তার। পরবর্তীতে লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। দুই সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলসেরও তৃতীয় রাউন্ড থেকে ইনজুরির কারণে সরে দাঁড়িয়েছিলেন। সে সময় মুগুরুজার বিপক্ষে নামলেও ম্যাচের মাঝপথে ভাইরাস সংক্রমণ ও মারাত্মক মাথা ব্যথায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার মিয়ামিতেও তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো। ২০১৫ সালে মিয়ামিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা। এবার সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর তিনি বলেন, ‘আমি বাঁ হাঁটুর ইনজুরিতে সরে দাঁড়ানোর কারণে দারুণ হতাশ। এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আশা করছি মিয়ামির ভক্ত সমর্থকদের সামনে আগামী বছর আবার খেলায় ফিরব।’ ৮ বারের চ্যাম্পিয়ন সেরেনার নাম প্রত্যাহারের দিন সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে হার্ড রক স্টেডিয়ামে। শীর্ষ বাছাই ওসাকাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন তাইওয়ানের সিয়েহ। ৩৩ বছর বয়সী এ তারকা পুরো সময় দারুণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত জিতেছেন ৩ সেটে। কিছুদিন আগে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ র্উান্ড থেকে বিদায় নিয়েছিলেন ওসাকা। এখন মিয়ামিতেও আগেভাগে বাদ পড়ায় তার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটা নড়বড়ে হয়ে উঠেছে। অন্যরা কেমন করেন সেটার ওপর নির্ভর করছে মিয়ামি ওপেন শেষে তিনি শীর্ষ তারকার জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা। হারের পর ওসাকা বলেন, ‘আমি শুধু বলতে পারি এদিন আমি একেবারেই কাঁচা কাজ করেছি। গত দিনের মতোই এদিনও আমি বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।’ এর আগে ওসাকার বিপক্ষে দুইবার মোকাবেলা করেই হেরে গিয়েছিলেন সিয়েহ। গত বছর উইম্বলডন থেকে সে সময়ের বিশ্বসেরা সিমোনা হ্যালেপকে বিদায় করে দিয়েছিলেন সিয়েহ। এবার আরেকটি বড় জয় পেয়ে খুশি সিয়েহ বলেন, ‘ম্যাচের সময় সেরা পর্যায়ের কিছু করতে পারাটা সবসময়ই দারুণ ব্যাপার। যখনই কোন ভাল খেলোয়াড়কে পরাজিত করা হয় তখন অনুভূতি হয় যেন এটাই সবকিছু। আমি সেটাই করতে পেরে অনেক আনন্দিত।’ বিশ্বের দুই নম্বর চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি আড়াই ঘণ্টার লড়াইয়ে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে ৬-৪, ৩-৬, ৬-৪ সেটে হারিয়ে দেন। শেষ ষোলোয় তার প্রতিপক্ষ ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া। জার্মানির জুলিয়া জর্জেসকে ৬-০, ৭-৫ সেটে হারিয়েছেন তিনি। আর ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে কারবারকে হারানো বিয়াঙ্কা আবারও তাকে হারিয়ে দিয়েছেন। এবার ১৮ বছর বয়সী কানাডিয়ান এ সুন্দরী জিতেছেন ৬-৪, ৪-৬, ৬-১ সেটে। ফলে অষ্টম বাছাই কারবারেরও বিদায় ঘটেছে। তবে সপ্তম বাছাই বার্টেন্স ৩-৬, ৬-০, ৬-১ সেটে ভিক্টোরিয়া কুজমোভাকে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছেন। এছাড়া ডেনিশ সুন্দরী ওজনিয়াকি ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে মোনিকা নিকুলেস্কুকে হারিয়ে তৃতীয় রাউন্ড পেরিয়েছেন।
×