ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের দুটি শিপিং কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ মার্চ ২০১৯

 চীনের দুটি শিপিং কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করায় চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন জানান, উত্তর কোরিয়াকে চূড়ান্ত পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যেই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেছে চীনের দালিয়ান হাইবো ইন্টারন্যাশনাল ফ্রেইট ও লিয়াওনিং দানজিং ইন্টারন্যাশনাল ফরওয়ার্ডিং কোম্পানি। প্রতিষ্ঠান দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের লেনদেনে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠান দুটির সম্পদও জব্দ করা হয়েছে।
×