ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ভিসির বাসভবনে হামলা ॥ তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

প্রকাশিত: ০৯:৩২, ২৫ মার্চ ২০১৯

 ঢাবি ভিসির বাসভবনে হামলা ॥ তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার অভিযোগে দায়ের করা চার মামলায় তদন্ত প্রতিবেদন ১০ বারের মতো পিছিয়েছে। রবিবার মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ২৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছে। ভিসির বাসভবনে হামলা হয়নি। সেখানে গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলা শাহবাগ থানায় করা হয়। আদালতের জিআর শাখার কর্মকর্তা কনস্টেবল বাবুল জানান, রবিবার মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এই দিন ধার্য করেন।
×