ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

প্রকাশিত: ০৯:২৩, ২৫ মার্চ ২০১৯

 স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের স্মরণে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজনে উত্তরা ইপিজেডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। রবিবার সকাল হতে বিকেল পর্যন্ত উত্তরা ইপিজেডের বেপজা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের চারশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানায়। এ সকল রক্ত অসহায় রোগীদের জন্য রেডক্রিসেন্টের মাধ্যমে দান করা হরে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ, ইপিজেডের মহাব্যবস্থাপক এসএম আখতার আলম মোস্তাফী, উপব্যবস্থাপক খালেদ মাহমুদ, বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম মাহবুব, উর্ধতন সহকারী সচিব হাবিবুর রহমান প্রমুখ।
×